January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 7:42 pm

অবশেষে বাবা হচ্ছেন রাম চরণ

অনলাইন ডেস্ক :

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোনিদেলা। পরিবারের নতুন অতিথি আগমনের কথা ঘোষণা করলেন রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবী। ট্যুইটারে পোস্ট করে জানান দিলেন সেই খুশির বার্তা। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন তারকা অভিনেতা চিরঞ্জীবী। ক্যাপশনে লেখেন, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।’ একই পোস্ট শেয়ার করেছেন রাম চরণ। সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি। সোশ্যাল মিডিয়া ভরেছে কমেন্টে। সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কোনো কোনো অনুরাগী লিখেছেন, ‘খুদে মেগা পাওয়ার স্টারের আবির্ভাব’ হতে চলেছে। জুন মাসে, উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন এক অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী প্রজেক্ট ‘বুচি বাবু সানা’র ঘোষণা করেন অভিনেতা। এই ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে প্রথম কাজ রাম চরণের। শোনা যাচ্ছে এটি একটি স্পোর্টস ড্রামা।