January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 30th, 2023, 8:14 pm

অবশেষে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

অনলাইন ডেস্ক :

সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (২৯ জুলাই) রাতে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে হারিয়েছে রোহিত-কোহলিবিহীন ভারতকে। এই জয়ে সিরিজে ১-১ সমতাও এনেছে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছিলো ভারত। ব্রিজটাউনে দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রামে রেখে মাঠে নামে ভারত। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কিশান ও শুভমান গিল। ১০১ বলে ৯০ রান তুলেন তারা। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ পান কিশান।

প্রথম ব্যাটার হিসেবে ৩৪ রান করে আউট হন গিল। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি কিশানও। ৬ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫৫ রান করেন তিনি। ৯৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডারের আর কেউ। সঞ্জু স্যামসন ৯, অক্ষর প্যাটেল ১, হার্ডিক পান্ডিয়া ৭ ও রবীন্দ্র জাদেজা ১০ রানেই সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদব কিছুটা চেষ্টা করলেও ২৫ বলে ২৪ রান করেই থামতে হয় তাকেও। উইন্ডিজ বোলারদের তোপের মুখে ৪০.৫ ওভারে ১৮১ রানেই অলআউট হয় ভারত। ক্যারিবিয়ানদের হয়ে রোমারিও শেফার্ড আর গুদাকেশ মোতি নেন ৩ট করে উইকেট। আলজারি জোসেফ নেন ২ উইকেট।

১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিলো ওয়েস্ট ইন্ডিজও। ৫০ বলে ৫৩ রান যোগ করেন ক্যারিবীয় দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও কাইল মায়ার্স। নবম ওভারে দলীয় ৫৪ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে শিকার করে ভারতকে লড়াইয়ে ফেরান পেসার শারদুল ঠাকুর।

কিং ১৫ ও মায়ার্স ৩৬ রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা আলিক আথানাজেও মাৎিশর ৬ রানেই ফিরে যান শারদুলের বলে। চার নম্বরে নামা শিমরোন হেটমায়ারকে ৯ রানে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে আরো চাপে ফেলেন স্পিনার কুলদীপ যাদব। ১৭ ওভারে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জয় থেকে তখন ৯১ রানে দূরে ক্যারিবীয়রা। পঞ্চম উইকেটে অধিনায়ক শাই হোপের সঙ্গে জুটি বাঁধেন কিসি কার্টি।

ভারতীয় বোলারদের দারুণভাবে সামলে স্কোর বোর্ড সচল রাখেন তারা। ৩৩তম ওভারে দলের রান দেড়শতে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন হোপ-কার্টি জুটি। ঐ ওভারেই ওয়ানডের ২৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান হোপ। ৩৭তম ওভারে কার্টির পরপর দুই বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজের।

পঞ্চম উইকেটে ১১৮ বলে অবিচ্ছিন্ন ৯১ রান তুলে সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে দলকে জয়ের স্বাদ পাইয়ে হোপ-কার্টি। সবশেষ ২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইতে ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচে ২৮৮ রানের টার্গেটে হোপ অপরাজিত ১০২ ও হেটমায়ার ১৩৯ রান করেছিলেন। দলের জয়ের খরা কাটাতে এবারও অবদান রাখলেন হোপ। ২টি করে চার-ছক্কায় ৮০ বলে অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা হন হোপ। ৪টি চারে ৬৫ বলে অনবদ্য ৪৮ রান করেন কার্টি। ভারতের শারদুল ৪২ রানে ৩ উইকেট নেন। আগামীকাল মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।