January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 2nd, 2022, 8:10 pm

অবশেষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে অপারেশন সুন্দরবন

অনলাইন ডেস্ক :

রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, তাসকিন, রোশান, কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকসহ একঝাঁক তারকা নিয়ে এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে নির্মিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি নিয়ে এরইমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সুন্দরবনের জলদস্যু দমনের রোমাঞ্চকর অভিযান দেখা যাবে এ সিনেমায়। অপারেশন সুন্দরবন’ সিনেমায় র‌্যাবের সুন্দরবনের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতেন না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এর আগে দুবার মুক্তির দিনক্ষণ ঠিক করেও সেখান থেকে পিছিয়ে এসেছিলেন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিম। পরিচালক দীপংকর দীপন সিনেমাটির মুক্তি নিয়ে বলেন, ‘‘অপারেশন সুন্দরবন’ ঈদুল আযহায় মুক্তি দেব। ছবির শুটিং, ডাবিং শেষে চলছে সম্পাদনার কাজ। দর্শকের জন্য একটি উপভোগ্য চলচ্চিত্র নিয়ে আসার চেষ্টা করছি আমরা।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের টিজার প্রকাশনা অনুষ্ঠান করা হয়। সেদিন ছবির টিজারে ‘সুন্দরবন আমাদের বহুবার বাঁচিয়েছে, এবার আমরা সুন্দরবনকে বাঁচাব’Ñএমন সংলাপ দেখে অনুষ্ঠানে আসা অতিথিরা চমকে ওঠেন। সবাই মত দেন, চলচ্চিত্রের পর্দায় অন্য রকম এক সুন্দরবনকে তুলে ধরার চেষ্টা করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন।