অনলাইন ডেস্ক :
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। দারুণ জনপ্রিয়তা পাওয়া এ ছবির সিক্যুয়াল দর্শকদের কাছে প্রত্যাশিতই ছিলো। নির্মাতা প্রতিষ্ঠানও সেভাবে পরিকল্পনা করেছিলেন। তবে বাঁধ সাধে মহামারী কোভিড-১৯। প্রাথমিক ধাক্কা কাটিয়ে কাজ শুরুর পর আসে আরও বড় ধাক্কা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চ্যাডউইক বোজম্যানের অকাল মৃত্যু সবাইকে থমকে দেয়। অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় ছবিটি। যদিও হাল ছাড়েননি নির্মাতা। যেখানে আটকে গিয়েছিলো সেখান থেকেই শুরু করেন। সমস্ত শঙ্কা কাটিয়ে অবশেষে দর্শকদের সামনে এলো ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। শুক্রবার (১১ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেলো বহুল আলোচিত এ ছবি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ছবিটি। নতুন সিক্যুয়ালে টি’চালার চরিত্র নিয়ে যেমন কৌতূহল ছিলো তেমনি গুঞ্জনও হয়েছে অনেক। সবকিছু বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতেও বেশ বেগ পেতে হয় প্রযোজক কেভিন ফিজ ও পরিচালক রায়ান কুগলারকে। ফিজ নিজেই মুখ খোলেন এ ব্যাপারে। টি’চালা চরিত্রের জন্য নতুন কাউকে নিচ্ছেন না তারা। তার মতে, ‘এত তাড়াহুড়ো করে নতুন কাউকে আনতে চাচ্ছি না। স্ট্যান লি সব সময় মার্ভেলকে একটা দুনিয়া মনে করতেন। আলাপ হতো চরিত্র এবং গল্পগুলোর বিস্ময়কর সৌন্দর্য ও চমৎকারিত্ব নিয়ে। মার্ভেলে আমাদের প্রাত্যহিক জীবনের নানা উপাদান বিদ্যমান। পৃথিবী এখনো চ্যাডউইককে মিস করছে, নতুন গল্পে রায়ান সেটা ফুটিয়ে তুলেছেন। চ্যাডউইকের অনুপস্থিতি পরবর্তী কাজগুলোয় কীভাবে প্রভাব ফেলবে, সে ব্যাপারেও আলোচনা হয়েছে তার সঙ্গে। কথা হয়েছে ওয়াকান্ডা ও ব্ল্যাক প্যান্থার বিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।’ ছবিটি নিয়ে কুগলারের পরিকল্পনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী লুপিতা নিয়ং। তিনি বলেন, রায়ান আমাকে যা শুনিয়েছে তা যেমন সত্য, তেমন সুন্দর। আমার চোখ পানিতে ভরে গিয়েছিল শুনে। এদিকে কুগলার নিজেও এ অসম্ভবকে সঙ্গে নিয়ে এগোতে চান। তার ভাষায়, ‘ব্ল্যাক প্যান্থার সিনেমায় অভিনেতাদের দলটা আমাদের জন্য ছিল একটা ব্যান্ডের মতো। চ্যাডউইক সেখানে প্রধান কণ্ঠশিল্পী। ফলে চ্যাডউইককে ছাড়া ব্যান্ডটা গাইতে পারে এমন একটা গান খোঁজার মতো অবস্থা আমার।’ ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে দেখা যাবে লেটিটিয়া রাইট, ডানাই গুরিরা, এঞ্জেলা বাসেত ও উইনস্টন ডিউককে।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’