January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 4th, 2022, 8:00 pm

অবসরের ঘোষণা দিলেন পিকে

অনলাইন ডেস্ক :

চার বছর আগে যেমন বিস্ময় জাগিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন, ঠিক তেমনি আচমকাই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন জেরার্দ পিকে। বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জানালেন, শনিবার লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটি কাম্প নউয়ে তার শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ৩৫ বছর বয়সী পিকে। “আমি সবসময় বলেছি, বার্সার পর (আমার ক্যারিয়ারে) আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে।” বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা পিকে ২০০৪ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরের অধ্যায়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পান তিনি। ২০০৮ সালে ফেরেন কাম্প নউয়ে। কাতালান দলটির হয়ে প্রায় দেড় দশকে তিনি খেলেছেন ৬১৫ ম্যাচ। গোল করেছেন ৫২টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রে-সহ জিতেছেন মোট ৩০টি শিরোপা। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার আগে স্পেনের হয়ে তিনি জেতেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ফুটবলকে বিদায় বলার এখনই সঠিক সময় বলে মনে করছেন পিকে। ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় কাম্প নউয়ে ফেরার আশাও ব্যক্ত করেন তিনি। “ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সা আমাকে সবকিছু দিয়েছে। ভক্তরা আমাকে সবকিছু দিয়েছে। এখন যেহেতু সেই শিশুটির (তিনি নিজে) সব স্বপ্ন পূরণ হয়েছে, আমি আপনাদের বলতে চাই, এই যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।” “আপনারা আমার সম্পর্কে জানেন, শিগগিরই বা পরে কখনও আমি ফিরে আসব। বার্সা দীর্ঘজীবী হোক।” বার্সেলোনা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে, টানা দ্বিতীয়বারের মতো। লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে শাভি এরনান্দেসের দল। গত জুনে পিকে তার সঙ্গী ও জনপ্রিয় পপ গায়িকা শাকিরার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের দুটি সন্তান রয়েছে।