January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 7:43 pm

অবসরের ঘোষণা দিলেন ব্রাজিলের রামিরেস

অনলাইন ডেস্ক :

প্রায় দুই বছর ক্লাবহীন থাকার পর বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গত বুধবার পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৩৫ বছর বয়সী রামিরেস। সবশেষ ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে খেলেছিলেন রামিরেস। চুক্তি শেষে ২০২০ সালের নভেম্বরে ক্লাবটি ছেড়ে দেন তিনি। এরপর আর নতুন ঠিকানা খুঁজে পাননি। ব্রাজিলিয়ান দুই ক্লাব জয়নভিল ও ক্রুজেইরোতে দারুণ খেলে ২০০৯ সালে ইউরোপে পাড়ি জমান রামিরেস। যোগ দেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। বেনফিকায় এক মৌসুম খেলার পর ২০১০ সালে চেলসিতে যোগ দেন রামিরেস। ইংলিশ ক্লাবতিতে তিনি কাটান ক্যারিয়ারের সেরা সময়। চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫১ ম্যাচ খেলে ৩৪টি গোল করেন রামিরেস। সাড়ে পাঁচ বছরে লন্ডনের ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি প্রিমিয়ার লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতেন তিনি। ২০১৬ সালে চেলসি ছেড়ে চাইনিজ সুপার লিগের ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দেন রামিরেস। বিদায়বেলায় সমর্থনের জন্য সাবেক ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রামিরেস। “নিজের ক্যারিয়ার নিয়ে কিছুক্ষণ চিন্তা করার পর জানাচ্ছি, একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হিসাবে আনুষ্ঠানিকভাবে আমি বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।” “এই মুহুর্তে প্রথমেই আমি কেবল ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি, পালমেইরাস, চেলসি, বেনফিকা, ক্রুজেইরো, জিয়াংসু এবং জয়নভিলকে অনেক ধন্যবাদ। আমি সবসময় এই ক্লাব এবং তাদের ভক্তদের হৃদয়ে ধারণ করব।” ব্রাজিলের হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন রামিরেস, গোল করেছেন ৪টি।