December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:41 pm

অবসরের পর রোনালদো হতে পারেন কোচ

অনলাইন ডেস্ক :

বয়সটা ৩৯ হলেও এখনও বুটজোড়া তুলে রাখার কোনো লক্ষণ নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। অনেকেরই ধারণা তিনি আরও বছর তিনেক খেলবেন। এমনকি ২০২৬ সালের বিশ্বকাপও তার ভাবনায় আছে। তবে একদিন তো অবসর নিতেই হবে। কিন্তু তারপর তিনি কি করবেন? এ নিয়ে তার ভক্তদেরও কৌতুহলের শেষ নেই। সেই কৌতূহল কিছুটা হলেও মিটলেও এবার। নাহ! রোনালদো কিছু বলেননি। ম্যানচেস্টার ইউনাইটেডে তার এক সময়ের সতীর্থ ফরাসি ফুটবলার লুই সাহা সিআরসেভেনের অবসর পরবর্তী জীবনে কি করা উচিৎ, সেই পরামর্শ দিলেন।

লুইয়ের মতে রোনালদো হতে পারেন একজন সফল কোচ, ‘আমরা তার শক্তি ও আবেগ দেখেছি। আমি মনে করি সে সফল একজন কোচ হতে পারে। কারণ তার মধ্যে ডিয়েগো সিমিওনের ইচ্ছে এবং জিনেদিন জিদানের বিশ্বাসযোগ্যতা আছে। হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি ও স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তার নিজস্ব যে জ্ঞান রয়েছে, তা নিয়ে কোচিং পেশায় হাজির হলে সেটা হবে অন্যরকম এক পাগলামি।’

লুই যোগ করেছেন, ‘এটা শুধু ফুটবলের ব্যাপার নয়, সে কীভাবে নিজেকে পরিচালনা করবে এবং লক্ষ্য অর্জন করতে হবে সেটার দিকে সবাই তাকিয়ে থাকবে। সে অনেককিছুতেই নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। সে একজন ম্যানেজার হতে পারে, কিংবা একটি ক্লাব সভাপতি হতে পারে। সে যা অর্জন করেছে তা প্রশংসনীয়, সে এমন একজন মানুষ যে অন্য কারও মতো ভুল করেন, তবে তিনি কখনও কঠোর পরিশ্রম করা বন্ধ করেনি।’