অনলাইন ডেস্ক :
দেশের বিভিন্ন পৌরসভায় অবসরে যাওয়া ৯৯৫ জন কর্মচারীর বেতন-ভাতাসহ মোট ১৯৩ কোটি টাকা বকেয়া রয়েছে। পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজ হচ্ছে না। ফলে মানবেতর জীবন-যাপন করছে ভুক্তভোগীদের পরিবার। শুক্রবার (২৮ এপ্রিল) বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) কেন্দ্রী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। বিএপিএসের তথ্যমতে, ৩২৮টি পৌরসভায় কর্মচারীদের বেতন-ভাতাসহ মোট বকেয়া রয়েছে এক হাজার ৩২ কোটি টাকা। এ পর্যন্ত অবসরে গেছেন ৯৯৫ জন, যাদের বকেয়া মোট ১৯৩ কোটি টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব বকেয়া ও অবসর ভাতার টাকার জন্য মেয়রদের দ্বারে দ্বারে ভুক্তভোগীরা ঘুরলেও কোনো কাজ না হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। এ সমস্যার দ্রুত সমাধান ও পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের কড়া নজরদারি থাকায় ঈদের আগেই বেশিরভাগ পৌরসভায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এরপরও ২-৪৪ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে প্রায় ১০০টি পৌরসভায়। যেসব পৌরসভায় বেতন-বোনাস বাকি রয়েছে তার একটা তালিকা দেয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। এগুলো হলো- ঢাকা বিভাগের কালিহাতি পৌরসভায় ১৬ মাস, গোপালপুরে ২০ মাস, ধনবাড়ীতে ৩ মাস, কটিয়াদীতে ৩ মাস, মনোহরদীতে ১০ মাস, ডামুড্ডায় এক মাস, পাংশায় ৭ মাস, গোয়ালন্দে দুই মাস এবং রাজবাড়ী পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। বরিশাল বিভাগের পটুয়াখালী পৌরসভায় ৬ মাস, পাথরঘাটায় ১০ মাস, বাকেরগঞ্জে ৬ মাস, চরফ্যাশনে ৬ মাস, বানারীপাড়ায় ৮ মাস, নলছিটিতে ১৮ মাস, মঠবাড়ীয়ায় ১৭ মাস, দৌলতখানে ১২ মাস (গড়ে), লালমোহন পৌরসভায় ৩৩ মাস (গড়ে) বেতন বকেয়া রয়েছে। আর সিলেট বিভাগের কমলগঞ্জ পৌরসভায় ২ মাস, দিরাইয়ে ৭ মাস, মৌলভীবাজার পৌরসভায় বর্ধিত বেতন, পিএফ ও গ্রাচুইটি বকেয়া রয়েছে। চট্টগ্রাম বিভাগের লাঙ্গলকোট পৌরসভায় ১৪ মাস, লক্ষ্মীপুরে ৫ মাস, রামগঞ্জে ৩ মাস, রামগতিতে ১৪ মাস, রায়পুরে ১০ মাস, কবিরহাটে ২৫ মাস, চাটখিলে ৬ মাস, চন্দনাইশে ৩ মাস, বাশখালীতে ৩ মাস, বান্দরবনে ১২ মাস, বাঘাইছড়িতে ৪০ মাস, খাগড়াছড়িতে ৩ মাস, মাটিরাংগায় ২১ মাস, রামগড়ে ৩৯ মাস, সেনবাগ পৌরসভায় ২৫ মাসের বেতন বকেয়া রয়েছে। ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ পৌরসভায় ৯ মাস, মুক্তাগাছার ৬ মাস, শ্রীবরদীর ৮ মাস, সরিষাবাড়ীতে ৬ মাস, দেওয়ানগঞ্জ ১০ মাস, ইসলামপুর ১ মাস, নান্দাইলে ১০ মাস এবং কেন্দুয়া পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের শাহজাদপুর পৌরসভায় এক মাস, কাজীপুরে ২ মাস, আক্কেলপুরে ৬ মাস, শীবগঞ্জে ২৩ মাস, রহনপুরে ৬ মাস, শান্তাহারে ৫ মাস, কাহালুতে ১১ মাস, সারিয়াকান্দিতে ৪০ মাস, ফরিদপুরে ৭ মাস, গুরুদাশপুরে ২৮ মাস, নন্দীগ্রামে বোনাস বকেয়া, আর গাবতলিতে ১১ মাস, সোনাতলায় ৫ মাস, শেরপুরে ২০ মাস (গড়ে), বাঘায় ৩ মাস, পুঠিয়ায় ৮ মাস, তাহেরপুরে ৭ মাস, কাটাখালীতে ৪৭ মাস, কাকনহাটে ৫ মাস, মুন্ডুমালাতে ৮ মাস, কেশরহাটে ৮ মাস, আড়ানীতে এক মাস, সুজানগরে ১৪ মাস এবং সাথীয়া পৌরসভায় ৪০ মাসের বেতন বকেয়া রয়েছে। খুলনা বিভাগের বাঘারপাড়া পৌরসভায় এক মাস, যশোরে ২ মাস, গাংনীতে ২৩ মাস, মেহেরপুরে ২১ মাস, নড়াইলে ৩ মাস, কালিয়ায় ১১ মাস, লোহাগড়ায় ৫ মাস, আলমডাংগায় ৭ মাস, জীবননগরে ৬ মাস, কুমারখালীতে ৪৪ মাস, খোকসায় ৩১ মাস, মিরপুরে ১৬ মাস, মাগুরায় ১২ মাস, বাঘেরহাটে ৪ মাস, মহেশপুরে ২১ মাস, কোটচাঁদপুরে ৩৬ মাস, শৈলকূপায় ১৯ মাস, কালীগঞ্জে ৪ মাস, সিংড়ায় ৭ মাস, বাঘাতিপাড়া পৌরসভায় ৩১মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগের ঘোড়াঘাট পৌরসভায় ৮ মাস,পার্বতীপুরে ১৫ মাস, ফুলবাড়িতে ৮ মাস, সুন্দরগঞ্জে ৮ মাস, গোবিন্দগঞ্জে ৪ মাস, ডোমারে ৯ মাস, রানীশংকৈলে ১৩ মাস, পীরগঞ্জে ৩৮ মাস, বিরামপুরে ১১ মাস, হারাগাছে ২১ মাস, লালমনিরহাট পৌরসভায় ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন