অনলাইন ডেস্ক :
কয়েক মাস আগেই পাকিস্তানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে ইংল্যান্ডও পাক সফরে যাবে। আর এই সিরিজে ইংলিশদের হয়ে টেস্ট খেলতে চান মঈন আলি। সে জন্য সাদা ফরম্যাটের ক্রিকেট থেকে নেওয়া অবসর ভাঙতেও রাজি এই অলরাউন্ডার। রঙিন পোশাকে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মঈন আলি, টেস্টেও ছিলেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কারণ হিসেবে দেখান, টানা পাঁচ দিন মনোযোগ ধরে রাখতে না পারার অজুহাত। এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। নতুন কোচ ও অধিনায়কের অধীনে খারাপ সময় পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছে দলটি। সেটি দেখেই হয়ত আবারও টেস্টে ফেরার ইচ্ছে জেগেছে মঈন আলির। অবশ্য তাঁর আদিবাড়ি পাকিস্তান। মঈনের জন্ম বার্মিংহামে হলে তাঁর দাদা ছিলেন আজাদ কাশ্মিরের। এখন ইংল্যান্ডের হয়ে খেললেও পাকিস্তানের প্রতি শিকরের টান তো আছেই। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠনে মঈন আলি বলেন, ‘যদি ম্যাককালাম আমাকে দলে চান, তাহলে অবশ্যই আমি পাকিস্তানে খেলবো। সেখানে সুপার লিগ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলা আর সেখানকার ঘরোয়া ক্রিকেটে খেলার মাঝে অনেক পার্থক্য। সেখানে ইংল্যান্ডের হয়ে খেলাটা দারুণ ব্যাপার হবে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল