October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 8:13 pm

অবৈধ পথে প্রবেশ: ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৩–এ ওএই–৪৭৬৭ নামের একটি ফ্লাইটে তাদের আনা হয়।

ভারতীয় পুলিশের বরাতে জানা গেছে, ফেরত পাঠানো এসব তরুণ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কুখ্যাত ‘ডানকি রুট’ ব্যবহার করেছিলেন। দালালচক্র এই রুটের মাধ্যমে ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়।

ফেরত আসা ৫৪ জনের মধ্যে ১৬ জন করনাল জেলার, ১৫ জন কাইথালের, পাঁচজন আম্বালার, চারজন করে যমুনানগর ও কুরুক্ষেত্র জেলার, তিনজন জিন্দের, দুজন সোনিপাতের এবং একজন করে পঞ্চকুলা, পানিপথ, রোহতক ও ফতেহাবাদ জেলার বাসিন্দা।

করনাল জেলার উপপুলিশ সুপার (ডিএসপি) সন্দীপ কুমার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েকজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে প্রায় ৫০ জন হরিয়ানার। তারা ডানকি রুট ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

তিনি আরও জানান, এখনো পর্যন্ত কোনো দালালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে এবং কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। পুলিশ তাদের সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্প্রতি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে নীতিমালা কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী বা আইন লঙ্ঘনকারীরা ফেরতের আওতায় পড়বেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫ হাজার ৭৫৬ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে সর্বাধিক ২ হাজার ৪২ জন এবং ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন ফেরত গেছেন।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন।

এনএনবাংলা/