January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 22nd, 2024, 8:36 pm

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় শিশুসহ আটক ৮

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

বুধবার (২২ মে) সকালে সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের মনিরামপুর থানার সাতামপুর গ্রামের মকবুল মোড়লের মেয়ে রেহেনা খাতুন, নড়াইল কালিয়া থানার আমবাড়ি গ্রামের মিঠুন শেখ, স্ত্রী আসমা খাতুন, তাদের ছেলে দুই ছেলে আরিফ ও মুন্না এবং খুলনার তেরখাদা থানার পানতিতা গ্রামের সোবহান খান, তার স্ত্রী সেলি খাতুন ও তাদের আট বছরের ছেলে সাইফুল খান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১ নম্বর ঘিবা গ্রামের একটি মাঠের মধ্যে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। এসময় ভারত সীমান্ত পার হয়ে এসব বাংলাদেশিরা রঘুনাথপুর সীমান্তের ঘিবা গ্রামের একটি মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করে বিজিবি।

এছাড়া আটক ৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি