প্রায় ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৫৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পৃথক আরও দুটি মামলা হয়েছে সাবেক এমপি বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা এবং স্ত্রী সেহেরুন নেসা বাহারের বিরুদ্ধে।
তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে ৩ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। একই সাথে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশও দেয়া হয়েছে সূচনাকে।
এছাড়া, বাহারপত্নী সেহেরুন নেসা বাহারের বিরুদ্ধে ২ কোটি ৬৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আ ক ম বাহারকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের
স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩