January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 9:28 pm

অব্যাহত তুষার পাতে বিপর্যস্ত জাপানের যোগাযোগ ব্যবস্থা

অনলাইন ডেস্ক :

অব্যাহত তুষার পাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের যোগাযোগ ব্যবস্থা। দেশটির মধ্যাঞ্চলে ৩ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বেশ কিছু অঞ্চলে রেকর্ড তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে তুষারপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি তুষারপাতে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশজুড়ে একদিনে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে সড়ক ও রেলপথে। জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (আনা) রবি গত রোববার বিকাল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। জাপান এয়ারলাইনসের (জাল) এক প্রতিনিধি জানিয়েছেন, ভারি তুষারপাতের কারণে সংস্থাটি বিকাল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর। এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।