অনলাইন ডেস্ক :
বেশ আগেই পরীমনি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে নানা কারণে পোস্ট প্রোডাকশনের কাজ পেছায়। এরমধ্যে পরীমনির কোলজুড়েও আসে তার প্রথম সন্তান রাজ্য। ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে এ নায়িকার দিন-রাত। এদিকে বঙ্গ বিডি’র প্রযোজনায় ‘পাফ ড্যাডি’ এটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। এবার অনেক দিন পর পরীমনি এ ওয়েব সিরিজের ডাবিংয়ের মাধ্যমে কাজে ফিরলেন। সম্প্রতি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
এ সিরিজের মাধ্যমে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। তার বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তা হয়ে ওঠেনি। বড় হয়ে পরীমনি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা। এর আগে এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে পরীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সজল।

আরও পড়ুন
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া
১৮ দিনেই ১ লাখ ৩০ হাজার কোটি আয় করল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’