January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 7:17 pm

অভিনেত্রীকে ‘অনৈতিক’ প্রস্তাবের ঘটনায় উত্তপ্ত কলকাতা

অনলাইন ডেস্ক :

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে অভিযোগ, পাল্টা-অভিযোগে উত্তপ্ত কলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউডের পরিচালক বাপ্পার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন অভিনেত্রী সুকন্যা দত্ত। অভিনেত্রীর অভিযোগ, অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে তাঁকে হয়রানির স্বীকার হতে হয়েছে। তবে সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন পরিচালক। সুকন্যার অভিযোগ, ‘বাপ্পা আমাকে একটি শর্ট ফিল্মে কাজ করার অফার দেন। উনি নাকি তিনটি শর্ট ফিল্ম যুক্ত করে একটি ফিচার বানাবেন, যেটি সিনেমা হলে মুক্তি পাবে। বিভিন্ন কথাবার্তায় এটাই বুঝতে পারি যে ওর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম!’ অভিনেত্রী বলছেন, ‘ওর নোংরা প্রস্তাব প্রত্যাখ্যান করি, তখন আমায় বলেন, আমি নাকি যৌন অক্ষম নারী। আরো অনেক কিছু যে ভাষায় বলেন তা লেখা সম্ভব নয়। উনি চিত্রনাট্য পড়ার নাম করে আমাকে নোংরা ইঙ্গিত করতে থাকেন। উনি ফোনে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপ কল করেন, যাতে কোনো কথা রেকর্ড না হয়। এমনকি ওর ছবিতে নায়িকা হতে গেলে তার স্কুটিতে করে ঘুরতে হবে। তাঁর দাবি, অভিনেত্রী বাসবদত্তাও ওর সঙ্গে বোল্ড সিনের ওয়ার্কশপ করেন, তারপর কাজ করার সুযোগ পান। ’অবশ্য বাপ্পা কলকাতার গণমাধ্যমকে সুকন্যাকে ভালো করে না চেনার কথা বলছেন। তিনি বলেন, ‘তাঁকে আমি চিনি না। খুব কমই কথা হয়েছে। এমনকি তার পোস্টও দেখতে পাচ্ছি না। তবে যতদূর জানতে পেরেছি তা থেকে বলতে পারি, উনি যা বলছেন তা অপ্রাসঙ্গিক। আমি এসব কথা বলিনি। আমাকে হেনস্তা করছেন উনি। কেন করছেন, তা-ও বুঝতে পারছি না। ’ নির্মাতা বলেন, ‘স্ক্রিনশটে যা দেখা যাচ্ছে, সেটা কাজের বিষয়েই কথা হয়। কাস্ট করার পর ওকে আমি কোনো ইনস্টিটিউট থেকে কাজ শিখতে বলি। ও টাকা ইনভেস্ট করতে চায়। উনি বাসবদত্তাদিকে নিয়েও লিখেছেন, সেটা দেখে আমি অবাক। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। যেভাবে আমায় সোশ্যাল মিডিয়ায় অপমান করা হয়েছে, আমি আইনের পথে হাঁটব। ’কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বাপ্পার ছবি ‘শহরের উপকথা’, সম্প্রতি তাঁর আগামী ছবিরও ঘোষণা করেন বাপ্পা। ফুটবলার মেহতাবের বায়োপিক বানাচ্ছেন পরিচালক। এদিকে সুকন্যা অভিনয় করেছেন ‘কিরণমালা’,’দীপ জে¦লে যাই’-এর মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে।