January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 6th, 2022, 7:27 pm

অভিনেত্রী কির্স্টি অ্যালে মারা গেছেন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কির্স্টি অ্যালে মারা গেছেন। গত সোমবার এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। এক বিবৃতিতে এমনটিউ জানিয়েছে তার পরিবার। জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন কির্স্টি অ্যালে। আশির দশকের শেষ ভাগে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’র মূল চরিত্রে অভিনয় করেন কির্স্টি অ্যালে। যার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এতে অনবদ্য অভিনয়ের কারণে ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি। পরবর্তীতে ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এজন্য ১৯৯৪ সালেও আবারো এমি পুরস্কার পান তিনি। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে জন্ম নেন অ্যালে। সেখানকার রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। এর মধ্যে কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন। আসক্তি থেকে মুক্তি পেতে লস অ্যাঞ্জেলেসের একটি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। ১৯৮২ সালে ‘স্টার ট্রেক টু: দ্য ওয়ার্থ অব খান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ব্যক্তিজীবনে বব অ্যালে নামের একজনকে বিয়ে করেছিলেন কির্স্টি অ্যালে। তবে সেই সংসারে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর পার্কার স্টিভেনসন নামের আরেকজনের সঙ্গে বিয়ের পরও সেটিও ভেঙে যায়। ট্রু ও লিলি পার্কার নামে দুই সন্তান রয়েছে কির্স্টি অ্যালের।