অনলাইন ডেস্ক :
বিয়ের জন্য পাত্র খুঁজছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কিন্তু সম্প্রতি কথা রটেছে, বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে কাকে আর কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি। সত্যি কী এই অভিনেত্রী বিয়ে করেছেন? জানতে যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। তার কথায়, ‘দয়া করে এসব গুজবে কান দেবেন না। সবাইকে অনুরোধ করব এমন গুজব না ছড়ানোর।
কিছু হলে আমিই সবাইকে জানাবো। আমি লুকিয়ে বা পালিয়ে বিয়ে করার মানুষ না।’ মৌসুমী হামিদ বলেন, ‘দেখুন বিয়ে তো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমিও বিয়ে করব। পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে- এটা অনেকের জানা। আমি নিজেও বিষয়টি নিয়ে কথা বলেছি বহুবার।
এটা নিয়ে গেল কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। এখন আলোচনা হলেই তো আর বিয়ে হয়ে গেল না। তাই বিষয়টি নিয়ে এখন আর কথা বলতে ভালো লাগে না।’ হঠাৎ কেন আপনার ‘বিয়ের খবর’ নতুন করে আবার সামনে এসেছে? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমি মানুষকে অনেক বিশ্বাস করি- এটা হয়তো আমার ভুল। বিয়ে নিয়ে বাসায় কথা হচ্ছে।
আর তা নিয়ে শুটিং সেটে আমিও টুকটাক আলোচনা করেছি। হয়তো সেটি রসালো করেই মানুষজন গুজবটি ছড়িয়েছে।’ গুজব কী সত্যি হওয়ার পথে? জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, ‘যতক্ষণ না বিয়ের সব কিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত