বরেণ্য মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ইউএনবিকে খবরটি নিশ্চিত করেছেন।
শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন । আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার বাসা থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন শর্মিলী আহমেদ। ১৯৬২ সালে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের রেডিওতে অভিনয়ের ক্যারিয়ার। এরপর ১৯৬৪ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে।
শর্মিলী আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জুমা উত্তরায় ১১ নং সেক্টর মসজিদে। প্রথম জানাজার পর তাঁর মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের জন্য।
পরে বাদ আসর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
রংপুর নবায়নযোগ্য শক্তির জন্য ঐক্যবদ্ধ: ২০২৫ সালে ১০০% নবায়নযোগ্য শক্তির বাধা অতিক্রম করে
শীতার্ত মানুষের মাঝে রংপুর মহানগর জামায়াতের শীতবস্ত্র বস্ত্র বিতরণ