অনলাইন ডেস্ক :
বাবা খ্যাতিমান অভিনেতা, এবার সেই পথেই হাঁটলেন ছেলে। প্রথম বারের মতো অভিনয়ে হাতেখড়ি হয়েছে চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধর। ‘সুশীল ফ্যামিলি’ শিরোনামের একটি ঈদের নাটকে অভিনয় করেছেন শুদ্ধ, যেখানে বাবা চঞ্চলের সঙ্গে দেখা যাবে ছেলেকে। বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। নাটকে শুদ্ধকে দেখা যাবে শহর থেকে গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসা এক কিশোরের চরিত্রে। ছেলের অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর ভাষ্য, ‘ছোটবেলায় ওকে কখনও শুটিংয়ে নিয়ে যাইনি। তবে শুদ্ধর শুটিং দেখার ইচ্ছে ছিল। এবার শুদ্ধ তার মায়ের সঙ্গে পূবাইলে শুটিং দেখতে যায়। ওর আগ্রহ দেখে বৃন্দাবনদা প্রস্তাব করলেন শুদ্ধকে অভিনয় করানোর।’ আসছে ঈদুল ফিতরে গাজী টিভিতে প্রচার হবে নাটকটি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব