January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 5th, 2022, 7:50 pm

অভিনয়ে ফিরছেন কাজল

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত এপ্রিলে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার কারণে দীর্ঘদিন সিনেমা থেকে বিরতিতে তিনি। তবে খুব শিগগির লাইট, ক্যামেরা ও অ্যাকশনের জগতে ফিরছেন কাজল। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাইভ চ্যাট শো-তে হজির হয়েছিলেন কাজল। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ‘মাগাধীরা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। জানা গেছে, শংকর পরিচালিত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার ৬০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। মাঝে শুটিং সেটে দুর্ঘটনায় হতাহতের ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখা হয়েছিল। তবে ফের শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। এর মধ্যে দিয়ে কাজলও শুটিংয়ে ফিরছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। কাজল আগরওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হে সিনামিকা’। তামিল ভাষার এই সিনেমায় আরো অভিনয় করেছেন দুলকার সালমান ও অদিতি রাও হায়দারি। ‘ইন্ডিয়ান টু’ ছাড়াও তামিল ভাষার ‘কারুনগাপ্যম’ ও ‘ঘোস্টি’ সিনেমায় দেখা যাবে কাজলকে। হিন্দি ভাষার ‘উমা’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।