অনলাইন ডেস্ক :
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত সুপারস্টার আমির খানের ছবি মানেই হিট, এমন বদ্ধমূল একটা ধারণা রয়েছে তার সকল ভক্তদের মনে। অ্যাকশন হোক কিংবা রোমান্স, কমেডি হোক বা থ্রিলার সবেতেই সেরার সেরা হয়ে এসেছেন তিনি। তবে এত সাফল্যের পরও এবার অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিলেন এই তারকা। তবে শুধু অভিনয় নয় পরিচালনা ও প্রযোজনা থেকেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূলত গেল দুই বছরের করোনা মহামারীতে পুরো বদলে গেছে আমির খানের জীবন। সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়জগত থেকে অবসর নেওয়ার। ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে তাঁর শেষ কাজ হবে ‘লাল সিং চাড্ডা’। যেটি মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। তবে ছবি মুক্তির আগে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে চাননি আমির। কারণ তাঁর ধারণা হয়েছিল, তাতে মানুষের মনে হবে এই ঘোষণা তাঁর আসন্ন সিনেমায় ব্যবসা করার ফন্দি। আমির আরও জানান, মূলত পরিবারকে পুরোপুরি ভাবে সময় দিতেই আমার এই সিদ্ধান্ত। তবে প্রাক্তন স্ত্রী কিরণ রাও থেকে শুরু করে মেয়ে ইরা খান, কেউই তাঁর সিদ্ধান্তে খুশি হননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির তাঁদের প্রতিক্রিয়ার কথা জানিয়ে বলেন, যে সময় তিনি তার মেয়ে ইরাকে এই সিদ্ধান্তের কথা বলেন, ইরার উত্তর ছিল, ‘গত তিন মাসে আমাদের সঙ্গে যতটা সময় কাটিয়েছ, আমার সারাজীবনে এত সময় দাওনি। তাই আলাদা করে আর অবসর নিও না।’ অভিনেতার ভাষ্যমতে, দীর্ঘ অভিনয় জীবনে অজস্র মানুষের ভালোবাসা, আশীর্বাদ পেয়েছি। তবে ক্যারিয়ার জীবনে ঠিক যতটা সাফল্য পেয়েছি, ঠিক ততটাই পরিবারের থেকে দূরে সরে গিয়েছি। তিনি আরো বলেন, ‘আমি এখনো জানি না আমার সন্তানরা কী চায়? আর এটাই সব থেকে বড় সমস্যা। তবে অভিনয় আমাকে আমার পরিবারের থেকে দূরে সরিয়েছে বলেই আমার এই সিদ্ধান্ত।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব