January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 7:39 pm

‘অভিনয় নিয়ে আমি এখন সিরিয়াস’

অনলাইন ডেস্ক :

অল্প কাজ করে বেশ পরিচিতি পেয়েছেন সানজানা সরকার রিয়া। বিশেষ করে মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়। প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেসের কয়েকটি শর্টফিল্মেও দেখা গিয়েছিল রিয়াকে। সম্প্রতি রিয়া অভিনীত ‘গার্লফ্রেন্ড যখন বস’ নামে একটি নাটক গোল্লাছুটের ইউটিউবে প্রকাশ হয়েছে। ওসমান মিরাজের পরিচালনায় এতে রিয়ার বিপরীতে ছিলেন নিলয় আলমগীর। ইউটিউবে প্রকাশের ১৪ ঘণ্টায় মিলয়ন ভিউ অতিক্রম করে! তবে রিয়া জানান, এর আগে জাকারিয়া শৌখিন এবং রুবেল হাসানের দুটি একক নাটকে অল্প সময়ে মিলিয়ন ভিউ হয়েছিল। সানজানা সরকার রিয়া বলেন, মোটামুটি আমার সব কাজে অল্প সময়ে মিলিয়ন ভিউ হয়। শুরুতে অভিনয় নিয়ে এত সিরিয়াস ছিলাম না। কিন্তু মানুষ আমাকে যেভাবে পছন্দ করছে, এখন আমি অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছি। ‘গার্লফ্রেন্ড যখন বস’ নাটকে প্রথমবার নিলয়ের সঙ্গে রিয়াকে দেখে দর্শক উচ্ছ্বাস প্রকাশ করছেন মন্তব্যের ঘরে। রিয়া জানান, দ্রুত কাজটি এত মানুষ পছন্দ করবেন আগে থেকে বুঝতে পারিনি। গঠনমূলক মন্তব্য দেখছি। শিগগির গোল্লাছুটের ইউটিউবে মিশু সাব্বিরের সঙ্গে তার আরেকটি নাটক প্রচারিত হবে। সংবাদমাধ্যমকে রিয়া বলেন, আমি অভিনয়টা শিখছি। তবে যে কাজগুলো করি মানুষ পছন্দ করে। তাই এখন থেকে একটু বেশি বেশি কাজ করবো। তছাড়া কাজ করলে ভালোই লাগে। অভিনয়টা শেখা হয়। সবার সঙ্গে দেখা হয়। দর্শকের সঙ্গে যোগাযোগটাও বাড়ে। অল্পদিনে কাজ করে ইতিবাচক নেতিবাচক দুটো দিকই দেখেছেন রিয়া। তিনি বলেন, নেতিবাচক জিনিসগুলো এড়িয়ে যাই। শুধুমাত্র ইতিবাচক জিনিসগুলো আমি গ্রহণ করেছি। এভাবে যতদিন মানুষ ভালোবাসবে ততোদিন কাজ করে যাবো। অল্প কাজ করলেও ভালো ভালো কাজ করবো। আমি এমনিতেই একটু আরাম প্রিয়। সামনে যে কাজটাই করবো কোয়ালিটি সম্পন্ন কাজ করে যেতে চাই।