অনলাইন ডেস্ক :
ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিজের অভিনয় দিয়ে দর্শকহূদয়েও জায়গা করে নিয়েছেন তিনি। নিজের নতুন ছবি ও ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে তিনি কথা বললেন সংবাদমাধ্যমের সঙ্গে। সম্প্রতি ‘ময়ূরপঙ্খী’ শিরোনামের একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। এ ছাড়া বেশ কয়েকটি ছবিতে কাজের কথা চলছে। এখনই ছবিটি নিয়ে কিছু বলতে চান না ববি। তিনি বলেন আগে থেকেই সব বলে দিলে ছবিটি নিয়ে দর্শক আগ্রহ কমে যায়। এটুকুই বলবো, অনেক সুন্দর একটি গল্পে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এখানে আমার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ অন্যের চরিত্র রূপায়ণ করা সবসময়ই কঠিন। তবে আশা করছি দারুণ একটি কাজ হতে যাচ্ছে। তিনি আরও বলেন আমার দুটি ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে। কিন্তু এখনো তো আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দর্শকরা সেভাবে হলমুখী হচ্ছেন না। তাই হয়তো প্রযোজকরা ঝুঁকি নিতে চাচ্ছেন না। পরিস্থিতি ভালো হলে নিশ্চয় আমার ছবিও হলে আসবে। তিনি আরও বলেন আমার ঘরে খাবার না থাকে তাহলে বিনোদন করার টাকা কোথায় পাবো! করোনার কারণে মানুষ নিজেদের মৌলিক চাহিদাগুলো মেটাতেই হিমসিম খাচ্ছে। পাশাপাশি হলে যেতেও তারা ভয় পাচ্ছেন। তবে পরিস্থিতি দিনদিন উন্নতির দিকে যাচ্ছে। সবাই কাজে ফিরছে। আশা করছি শিগগিরই অবস্থা স্বাভাবিক হবে। নতুন মাধ্যমকে আমি সবসময়ই ইতিবাচকভাবে দেখি। ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। আমি চাই আরো ভালো কাজ হোক। কিন্তু হলে ছবি দেখার মজা তো আর মোবাইল বা কোনো ডিভাইসে পাওয়া যাবে না। যদিও দর্শকরা সিঙ্গেল ডিভাইসে অভ্যস্ত হয়ে পড়ছে। তাই আমার মনে হয়, হলের পাশাপাশি ওটিটিতে মুক্তি দিলে বেশি দর্শকের কাছে ছবিটি পৌঁছাবে। গল্পনির্ভর কাজ বেশি হওয়াকে দর্শক চাহিদা নাকি চলচ্চিত্রের ধারাবদল বলবেন? গল্প সব ছবিতেই থাকে। তবে অ্যাকশনধর্মী কাজ এখন বাজেটের কারণে কম হচ্ছে। তাছাড়া একটা জিনিস বারবার দেখতে কিন্তু কারো ভালো লাগবে না। তাই পরিবর্তন দরকার আছে। কাজে ভ্যারিয়েশন থাকলে দর্শকরা দেখেও মজা পায়। নাটক-ওয়েব সিরিজ প্রসঙ্গে আসলে দর্শকরা আমাকে কিন্তু বড়পর্দায় টাকা দিয়ে টিকেট কেটে দেখে অভ্যস্ত হয়ে গেছে। তারা আমার কাছে সেই ধরনের কাজই প্রত্যাশা করে। শুধু টাকা আয় করবো, এটা আমার লক্ষ্য না। তাই দর্শকদের কথাও আমাকে ভাবতে হবে। তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।
আরও পড়ুন
মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ
আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা