January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 10:54 am

অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবার মোট ভোটার সংখ্যা ছিলেন ৭৪৮ জন।
এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গত দু’বার সাধারণ সম্পাদক পদে থাকা আহসান হাবিব নাসিম। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান।
সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
অন্যান্য পদে যারা নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
উল্লেখ্য, অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ।

—ইউএনবি