অনলাইন ডেস্ক :
কানাডায় প্রথমবারের মত এক বছরের মধ্যেই জনসংখ্যা বেড়েছে ১০ লাখের বেশি। দেশটির সরকার জানিয়েছে এই ১০ লাখ মানুষ যুক্ত হওয়ায় দেশটির মোট জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জন। গত বছর এই জনসংখ্যা ছিল ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১শ ৩৮ জন। খবর বিবিসির। ১৯৫৭ সালের পর এই প্রথম কানাডার ইতিহাসে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছুঁলো ২.৭ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে কানাডার মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৯৬ শতাংশই অভিবাসন ও অভিবাসীদের কল্যাণে। শ্রমিক ঘাটতি মেটাতে কানাডার সরকার দেশটিতে ব্যাপক হারে অভিবাসী আনা ও স্থায়ী বসবাসের সুযোগসহ নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা নেয়। সরকারের এমন অভিবাসন নীতির ফলেই এই জনসংখ্যা বৃদ্ধি বলছে দেশটির পরিসংখ্যান বিভাগ। তবে এতে বাসস্থান, যোগাযোগ, অবকাঠামোসহ বেশ কিছু সুযোগ-সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে অভিবাসীরা অসুবিধার মুখোমুখি হতে পারেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় অভিবাসী আনার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেন। গত বছর ট্রুডো ঘোষণা দেন ২০২৫ সালের মধ্যে ৫ লাখের বেশি অভিবাসীকে দেশটিতে প্রবেশ ও কাজের সুযোগসহ স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়া ও সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্কের নাগরিকদেরও অভিবাসী হিসেবে দেশটিতে প্রবেশের সুযোগ দেয়ার ঘোষণা দেয় তারা। গতবছর দেশটি প্রায় সাড়ে চার লাখ অভিবাসীকে স্বাগত জানায়। ২.৭ শতাংশ হারে প্রতি বছর জনসংখ্যা বাড়তে থাকলে ২৬ বছর পর কানাডার জনসংখ্যা দ্বিগুণ হবে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার