January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 7:18 pm

‘অমানুষ’ নিয়ে আশাবাদী অপু

অনলাইন ডেস্ক :

এরই মধ্যে শেষ হয়েছে রাশেদ মামুন অপু অভিনীত ‘অমানুষ’ সিনেমার শুটিং। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো এ ছবিটির শুটিং মে মাসে বন্দরবানে শুরু হয়। এরপর রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিংয়ের পর গেলো মাসের মাঝামাঝি এসে শেষ হয়েছে। এখন চলছে ছবিটির ডাবিং। অভিনেতা অপু তার অংশের ডাবিংও শেষ করেছেন। বুধবার ৮ সেপ্টেম্বর ডাবিং শেষ করেছেন উল্লেখ করে অপু বলেন, ‘ডাবিং পুরোপুরি শেষ করলাম। এ সিনেমায় কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয় করার অনেক জায়গা ছিল। চমৎকার একটি চরিত্র। চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। এখানে দুর্দান্ত কয়েকজন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছি। মিশা সওদাগর ভাই তো অসাধারণ। নিরব, মিথিলা ও নওশাবারাও দারুণ কাজ করেছেন। পরিচালক অনন্য মামুন যতœ নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমি ভালো কিছুই প্রত্যাশা করছি ‘অমানুষ’ নিয়ে।’ ছবিটির পরিচালক অনন্য মামুন কিছুদিন আগেই জানিয়েছেন, সিনেমা হল খুললেই মুক্তি দেবেন ‘অমানুষ’। এরপর ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। উল্লেখ্য, রাশেদ মামুন অপুর ‘জানোয়ার’, ‘নবাব এলএল.বি’ সিনেমা ও ওয়েব ফিল্ম ‘ট্রল’ সম্প্রতি সাড়া জাগিয়েছে দর্শকের মনে। তার হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো হলো ‘দামাল’, ‘গাংচিল’, ‘পরাণ’, ‘বর্ডার’, ‘মুক্তি’, ‘যাও পাখি বলো তারে’ ইত্যাদি। সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় সরকারি অনুদানের ‘জলরঙ’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া রায়হান রাফির একটি ওয়েবেও কাজ করতে যাচ্ছেন রাশেদ মামুন অপু।