অনলাইন ডেস্ক :
দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি। টুইটে অমিতাভ লিখেছেন, ‘আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বলিউড সুপার স্টার। সে সময় তাঁর ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া এবং নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন
দেব-রুক্মিণীর ‘ওপেন সিক্রেট’ প্রেমে ভাঙনের সুর
পরিচালকের বান্ধবী-স্ত্রী হতে চাননি বলেই দেশ ছেড়েছিলেন জয়া
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ