March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 20th, 2025, 1:40 pm

অযৌক্তিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন

ইশরাক হোসেনফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, অযৌক্তিক কোনো কারণে নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত হলে জনগণ সেটা মেনে নেবে না।

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মশালায় ইশরাক হোসেন এ কথা বলেন।

কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন, একজন উপদেষ্টার নেতৃত্বে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কথা শোনা যাচ্ছে। এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না। কারণ, জনগণ এসব প্রশাসককে এক দিনের জন্যও অফিসে বসতে দেবে না।

শেখ হাসিনা যেভাবে মনোনয়ন–বাণিজ্য করে অযোগ্যদের পদে বসিয়েছেন, সেভাবে করা হলে জনগণ মেনে নেবে না । ইশরাক হোসেন আরও বলেন, যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, স্বচ্ছভাবে বিএনপিসহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম।