অনলাইন ডেস্ক :
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লম্বা সময় অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা। কয়েকদিন আগেই অভিনেত্রী জানান, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত। তাহলে কি খুব শিগগিরই বিয়ে করেছেন মালাইকা-অর্জুন? এই নিয়ে জল্পনা চলছিল। এর মাঝে দুজনের সম্পর্কের বেশকিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সম্প্রতি মালাইকা জানিয়েছেন, তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। শুধু তা-ই নয়, অর্জুন নাকি চা অবধি করতে পারেন না। তাকে রান্না করতে বলাটাও বোকামি। মালাইকার কথায়, ‘আমিই অর্জুনের জন্য রান্না করি। যে রান্না করতেই জানে না, তাকে সেই কাজের ভার দেয়ার কোনো মানে হয় না।
তবে আমার রান্না ও খুব উপভোগ করে। এটাই ভালো লাগার জায়গা।’ দুজনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। তার ওপরে এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনোই তাদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি।
অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যতœবানও। আমার মনে হয় না, ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়। ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ খ্যাত তারকা বলেন, ‘আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই তার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল