টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট।
সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নোবেল কমিটি জানায়, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের’ জন্য মকিয়র পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক ‘সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য আগিয়োঁ ও হুইট যৌথভাবে পেয়েছেন। পুরস্কারের মূল্যমান ১২ লাখ মার্কিন ডলার।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই নিশ্চিত বা স্বয়ংক্রিয় নয়। ইতিহাসের বড় সময়জুড়ে স্থবিরতাই ছিল স্বাভাবিক, প্রবৃদ্ধি নয়। তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করে তা মোকাবিলা করাই জরুরি।
১৯৯২ সালের একটি গাণিতিক মডেলে আগিয়োঁ ও হাউইট বিশ্লেষণ করেন, কীভাবে নতুন ও উন্নত পণ্যের আগমনে পুরোনো প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়। এটিই অর্থনীতিতে ‘সৃজনশীল বিনাশ’ নামে পরিচিত—a vital mechanism for progress.
এনএনবাংলা/
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগের মধ্যেই সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীক চায় বাংলাদেশ কংগ্রেস