January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 18th, 2025, 5:27 pm

‘অর্থনীতি খুবই নাজুক, ৩৪ বছরে এমন টানাপড়েন দেখিনি’

নিজস্ব প্রতিবেদক:
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্যদেশে চলে যাবে। ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপড়েন আমার পুরো ব্যাবসায়িক সময় জুড়ে দেখিনি।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভ্যাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি- ২০২৪ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর : অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের তিনি এসব কথা বলেন।

নাসিম মঞ্জুর বলেন, আমরা একটি বড় ধাক্কা দিতে চাই। আমরা একটি অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাববোধ করছি৷ আমাদের ভোক্তাদের আত্মবিশ্বাস খুবই কম৷ আর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে ইনভেস্টরদের (বিনিয়োগকারীদের) নেতিবাচক মনোভাব রয়েছে। এই বিষয়গুলো আমরা আগে থেকেই প্রাইভেট সেক্টর থেকে বলেছি৷

তিনি বলেন, আমরা এখনও খুবই সিরিয়াসলি বলছি, আমাদের অর্থনীতি খুবই নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে৷ আমি ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপড়েন আমার পুরো ব্যবসায়িক সময়জুড়ে দেখিনি। আমাদের একটি ভুল ধারণা হচ্ছে, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে বিনিয়োগ করার জায়গা নেই৷

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের এখনই আলোচনা করা দরকার৷ আমাদের প্রোডাকক্টিভিটি বাড়াতে হবে, বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সিম্পোজিয়ামের এই অধিবেশনে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যান্যরা।