চট্টগ্রামের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে দুদকের উপপরিচালক আবু সায়েদ মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক।
মামলার তথ্য বিবরণী অনুযায়ী, সাবেক জেলার সোহেল রানা ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদককে দেয়া সম্পদ বিবরণীতে ৪০ লাখ টাকার কথা উল্লেখ করেননি। এছাড়া দুর্নীতি ও ঘুষের মাধ্যমে তিনি দুই কোটি ৩৪ লাখ টাকা অর্জন করেন বলেও দুদকের অনুসন্ধানে উঠে আসে।
এর আগে গত বছরের ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৪০ হাজার টাকা, এক কোটি টাকার বেশি চেক ও ১২ বোতল ফেন্সিডলসহ সোহেল রানাকে ময়মনসিংহগামী একটি ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়।
–ইউএনবি

আরও পড়ুন
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামুর মনোনয়ন উত্তোলন
বাংলাদেশ থেকে ট্যাগের রাজনীতি বন্ধ করতে হবে : রংপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান