রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছিল। কিন্তু ঘণ্টাখানেক পর সেই পোস্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার পর ফেসবুকে পোস্টটি দেওয়া হয়। কিন্তু বিকাল তিনটার দিকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
ওই পোস্টে লেখা হয়, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।”
এরপর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বরও দেওয়া হয়।
এই স্ট্যাটাস কেন দেওয়া হলো কিংবা কেন মুছে ফেলা হলো সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
মাইলস্টোন ট্রাজেডি – বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
চোখের জলে শেষবিদায়, পাইলট তৌকিরের দাফন সম্পন্ন