এস এম মনিরুল ইসলাম, সাভার: সাভারে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা নিহত নারী ছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা, নিহত তানিয়া আক্তারকে হত্যার উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার কথা বলে নির্জন স্থানে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোহাগ, এমনটি জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ বিষয়ে তিনি আরো জানান, নিহত তানিয়া আক্তার ও সোহাগ একই কারখানায় কাজ করতেন। সোহাগ ও তানিয়া পূর্বে বিবাহিত ছিলেন, প্রথম স্ত্রীর চাপে তানিয়াকে হত্যার উদ্দেশ্যে বিরুলিয়ার কালিয়াকৈর বাঁশবাগানে নিয়ে যায়, সহজে হত্যা করার উদ্দেশ্যে প্রথমে শারীরিক সম্পর্ক পরবর্তীতে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
আসামি সোহাগকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহাব।
উল্লেখ্য গত শুক্রবার রাত ১১ টায় নিহত তানিয়া আক্তারের মরদেহ কালিয়াকৈর বাঁশবাগান থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
আরও পড়ুন
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার
সহিংসতার দিকে যাচ্ছে সিলেটের শ্রমিকদের আন্দোলন
রোটাবর্ষের শুরুতে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের শতাধিক গাছের চারা বিতরণ