January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 7:40 pm

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :

গত ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ‘পরাণ’ সিনেমাটিকে কোনো সমালোচনা ছুঁতে পারেনি। সিনেমাটির প্রসংশা আর দর্শক দিন দিন বাড়ছে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ঈদের দিন থেকে ১১টি সিনেমা হলে মুক্তি পেলেও দর্শক চাহিদায় সপ্তাহ না যেতেই ৩টি হল বেড়ে ১৪টি হয়। দ্বিতীয় সপ্তাহে এক লাফে চারগুণ বাড়লো ‘পরাণ’-এর হল সংখ্যা। আগামীকাল শুক্রবার থেকে লাইভ টেক প্রযোজিত এ সিনেমাটি দেশের অর্ধশতাধিক সিনেমা হলে চলবে। সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশন করছে দ্য অভি কথাচিত্র। বুধবার (২০ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। অর্থাৎ শুক্রবার থেকে প্রায় ৫৫টি হলে চলবে সিনেমাটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ রমরমা ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ পরেও হাউজফুল যাচ্ছে ‘পরাণ’। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বন করে নির্মিত ‘পরাণ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান প্রমুখ।