December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 27th, 2021, 7:40 pm

অলিম্পিক শুরুর পর টোকিওতে সর্বোচ্চ করোনা শনাক্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

অলিম্পিক শুরুর পর মঙ্গলবার টোকিওতে সর্বোচ্চ করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে ২,৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে । এর আগে জানুয়ারিতে রেকর্ড ২,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

টোকিও জরুরি অবস্থার চতুর্থ অবস্থানে রয়েছে, যা অলিম্পিকের কারণে শুরু হয়ে আগস্টের শেষের দিকে প্যারাঅলম্পিক শুরু হওয়ার ঠিক আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

শুক্রবার থেকে শুরু হওয়া অলিম্পিক চলাকালীন সময়ে করোনার ডেল্টা রূপ আরও ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, অল্প বয়সী এবং যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের মাঝে তীব্রভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

তবুও, জাপানে অন্যান্য দেশগুলোর তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর হার অনেক কম রয়েছে। সোমবার পর্যন্ত দেশব্যাপী ৮ লাখ ৭০ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১৫,১২৯ জন মারা গেছে।

কেউ কেউ বলেছেন, জাপান দেশের জনগণের স্বাস্থ্যের চেয়ে অলিম্পিককে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে সুগা সরকার সমালোচনার শিকার হচ্ছে। সাম্প্রতিক গণমাধ্য সমীক্ষায় তাদের জনসমর্থনের রেটিং হ্রাস পেয়ে প্রায় ৩০ শতাংশে নেমেছে এবং অলম্পিক আয়োজনকে ঘিরে তেমন একটা আগ্রহ দেখা যায় নি।