November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 4:26 pm

অষ্টম বিবাহবার্ষিকীতে দোয়া চাইলেন তাসকিন আহমেদ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা পার করেছেন জীবনের সুখস্মৃতি ভরা আটটি বছর। বিবাহবার্ষিকীর দিনে প্রিয় স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের দোয়া চেয়েছেন এই গতি তারকা।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাসকিন। ছবিতে দেখা যায়—সামনে সাজানো কেক, পাশে স্ত্রী রাবেয়া ও তিন সন্তানকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। পোস্টের ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে বুধবার রাত ১২টা ১৬ মিনিটে স্ত্রীকে নিয়ে আরেকটি ছবি পোস্ট করেন তাসকিন। কেক হাতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘জীবনের প্রতি ক্ষণে হাত ধরে রেখেছ। শুভ বিবাহবার্ষিকী সৈয়দা নাইমা রাবেয়া।’

২০১৭ সালের ৩১ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাসকিন ও রাবেয়া। বর্তমানে তাদের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান। প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর। পরের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে জন্ম নেয় দুই কন্যা।

স্ত্রীর জন্মদিনেও আবেগঘন পোস্ট দিতে ভোলেন না এই তারকা ক্রিকেটার। গত ৮ আগস্ট রাবেয়ার জন্মদিনে ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী। তোমার সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন।’

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত আছেন তাসকিন আহমেদ। ১১ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৮৫ ম্যাচে ৭.৬৮ ইকোনমি রেটে ১০৬ উইকেট শিকার করেছেন।

এনএনবাংলা/