December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 27th, 2021, 12:19 pm

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা ঠেকাতে সাময়িক লকডাউন

অনলাইন ডেস্ক :

অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে সপ্তাহব্যাপী লকডাউনের আওতায় থাকতে হচ্ছে।
নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার লকডাউনের নির্দেশ জারি করে।
রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মেলবোর্ন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আশেপাশের বাসিন্দাদের মধ্যরাত থেকে আগামী সাতদিন ঘরে অবস্থান করতে হবে। কারণ করোনার সংক্রমণ দ্বিগুণ হয়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
মারলিনো বলেন, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে।
এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।
মহামারি শুরুর পর এই নিয়ে চতুর্থবারের মতো মেলবোর্নে লকডাউন জারি করা হলো। গত বছর এই শহরে চারমাস পর্যন্ত লকডাউন জারি ছিল।