রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকার যাত্রীদের।
যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল, কলেজের শিক্ষার্থীরা।
সরোজমিনে দেখা গেছে, উত্তরা থেকে মহাখালী, আগারগাঁও থেকে বিজয় সরণি, মিরপুর, বাংলামোটর এবং তেজগাঁও পর্যন্ত সড়কে যানবাহন চলাচল প্রায় স্থির রয়েছে এবং এর প্রভাব শহরের অন্যান্য এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
একটি বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা বলেন, আমি সকাল পোনে ১০টার দিকে উত্তরা থেকে একটি প্রাইভেট কার যোগে মালিবাগ এলাকায় অফিসে যাওয়ার জন্য রওনা দিলেও রেডিসন হোটেলে পৌঁছাতেই প্রায় এক ঘণ্টা লেগেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা বলেন, সকালে বিজয় সরণি সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
তিনি ইউএনবিকে বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং শহরের যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত