January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 3rd, 2024, 8:26 pm

অসহায় শিশুদের ঈদ উপহার দিলেন অপু-গৌতম

অনলাইন ডেস্ক :

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পর্দায় তার সহানুভূতি, উদারতা, মহত্ব দেখেছেন অপু ভক্তরা। বাস্তবেও সহানুভূতির হাত বাড়িয়েছেন এ অভিনেত্রী। এদিকে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাকেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দেখা যায়। এবার তারা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর শ্যামলীতে ‘ছায়াতল’ নামের একটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত সোমবার এই প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন অপু বিশ্বাস ও গৌতম সাহা। এ সময় প্রায় ১০০ শিশুর সঙ্গে কিছু সময় কাটান তারা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস, ‘ছায়াতল’ নামের প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাকে যখন ‘ছায়াতল’ থেকে বলা হয়, আমি তখনই রাজি হয়ে যাই। গৌতম সাহা বলেন, আমি সবসময়ই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। সুযোগ পেলে আমি তাদের জন্য কিছু করি। ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য ওদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। অপু বিশ্বাস বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে গৌতম সাহা ঈদের ফটোশুট নিয়ে ব্যস্ত পার করছেন।