January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 1st, 2025, 5:42 pm

অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার

আব্দুর রহমান মিন্টু, রংপুর :

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)  রংপুর রেলওয়ে স্টেশন এ অসহায় শীতার্থ মানুষদের কম্বল দিয়ে নতুন বছরের সূচনা করেন। গতকাল বুধবার রাত ১২ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ  কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম রংপুর রেলওয়ে স্টেশন এ উপস্থিত হন।

এরপর তিনি পুরো স্টেশন এবং আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সেখানে অবস্থানরত বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষ করে তিনি অসহায় ও শীতার্থ মানুষদেরকে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষ করে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন  আরপিএমপি উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত দায়িত্ব ডিসি (সদর দপ্তর ও প্রশাসন)  মোঃ শিবলী কায়সার উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এছাড়াও বিভিন্ন মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।