আব্দুর রহমান মিন্টু, রংপুর :
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) রংপুর রেলওয়ে স্টেশন এ অসহায় শীতার্থ মানুষদের কম্বল দিয়ে নতুন বছরের সূচনা করেন। গতকাল বুধবার রাত ১২ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম রংপুর রেলওয়ে স্টেশন এ উপস্থিত হন।
এরপর তিনি পুরো স্টেশন এবং আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সেখানে অবস্থানরত বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষ করে তিনি অসহায় ও শীতার্থ মানুষদেরকে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষ করে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আরপিএমপি উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত দায়িত্ব ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ শিবলী কায়সার উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এছাড়াও বিভিন্ন মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
ইসলামে সম্মানিত মাস রজব
একই দিনে ৪ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি