আব্দুর রহমান মিন্টু, রংপুর :
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) রংপুর রেলওয়ে স্টেশন এ অসহায় শীতার্থ মানুষদের কম্বল দিয়ে নতুন বছরের সূচনা করেন। গতকাল বুধবার রাত ১২ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম রংপুর রেলওয়ে স্টেশন এ উপস্থিত হন।
এরপর তিনি পুরো স্টেশন এবং আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সেখানে অবস্থানরত বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষ করে তিনি অসহায় ও শীতার্থ মানুষদেরকে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষ করে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আরপিএমপি উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত দায়িত্ব ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ শিবলী কায়সার উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এছাড়াও বিভিন্ন মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা