ফ্যাসিস্ট ও তাদের দোসররা অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতা ছড়ানোর অপচেষ্টা চালিয়েছিল— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে চক্রান্ত হয়েছিল, তার পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত ছিল— তা ইতোমধ্যেই স্পষ্ট হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজার সময় ভারতের কিছু স্থানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে উপস্থাপন করে উস্কানিমূলক ও নিন্দনীয় কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। অসুরের মুখে দাড়ি দেওয়ার ঘটনার সঙ্গেও প্রতিবেশী দেশের যোগসূত্র পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সতর্ক তৎপরতা এবং পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পাশাপাশি কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীও এ ষড়যন্ত্রে ইন্ধন দিয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। এবারও সারাদেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা পাওয়া গেছে। প্রতিটি ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং তদন্ত চলছে।
পার্বত্য চট্টগ্রামের ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ঘটনাটি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। বর্তমানে পাহাড়ে অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, কোর কমিটির সভায় জাতীয় নির্বাচন, চাকসু ও রাকসু নির্বাচন, রোহিঙ্গা ইস্যু, আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র উদ্ধার, চুরি-ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ