বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।
রবিবার অসুস্থতার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
পদত্যাগপত্রে ইউজিসি চেয়ারম্যান জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের এক সরকারি আদেশক্রমে গত বছরের ২০ আগস্ট থেকে তিনি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থা অনুযায়ী তিনি দায়িত্ব পালনে অপারগ।
চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি গত বছরের ২৮ মে ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
পৃথক তিন হত্যা মামলায় আনিসুল-সালমান কামরুলসহ ৬ জন গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু