নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতার কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। এমন প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁর সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।
খালেদা জিয়ার ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি।
ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়ার মুক্ত পরিবেশে জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসার কথা ছিল। এখন তাঁর অসুস্থতার কারণে সেই সমাবেশ স্থগিত করা হলো।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত আজ বলেন, তাঁদের দলের নেত্রী খালেদা জিয়া সুস্থ হওয়ার পর তাঁরা মুক্তিযোদ্ধা সমাবেশ করবেন। তিনি উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমেই খালেদা জিয়া জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আসবেন।
আরও পড়ুন
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির
মাসব্যাপী গণসংযোগ ও ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক জাগপা’র