অনলাইন ডেস্ক :
৯৪তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতার চেয়ে উইল স্মিথ আলোচনায় চড়কান্ডে। অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে (মুন্ডিত মাথা নিয়ে) কৌতুক সহ্য করতে না পেরে জনপ্রিয় হলিউড অভিনেতা সপাটে চড় মেরেছিলেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রককে। এমন ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন উইল স্মিথ। এবার এই ঘটনায় অস্কার থেকে পদত্যাগ করেছেন তিনি। এক বিবৃতিতে অস্কার অনুষ্ঠানে তাঁর আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক এবং অমার্জনীয় উল্লেখ করে উইল স্মিথ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যে শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রম শুরু হয়েছে; তা চলমান থাকবে বলে জানিয়েছেন অস্কার অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন। ফোর্বস ম্যাগাজিন তাদের প্রতিবেদনে জানিয়েছে, উইল স্মিথের পদত্যাগে তার অস্কার পুরস্কার ফেরত দিতে হবে না। ভবিষ্যতে অস্কারের জন্য মনোনয়ন পাবেন এবং অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। স্থানীয় সময় গত রোববার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মঞ্চের ওই ঘটনা প্রথম দর্শনে ‘স্ক্রিপ্টেড’ বা আগে থেকে ঠিক করে রাখা কৌতুকের অংশ বলে মনে হলেও পরে বোঝা যায়Ñপরিস্থিতি গুরুতর। কেননা, চড় মারার পর উইল স্মিথ চিৎকার করে ক্রিস রককে বলেন, ‘আমার স্ত্রীর নাম তোমার ওই বাজে মুখে আনবে না।’ ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রের জন্য ৯৪তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!