অনলাইন ডেস্ক :
আগের দুইবারের দেখায় একবার ড্র ও অন্যবার লড়াই করে হেরেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি লাল সবুজ দলের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের রাউন্ড ২ এর খেলাতে রোববার অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে টানা তিন ম্যাচ হেরে রিক্ত হস্তে দেশে ফিরে আসতে হচ্ছে রুমাদের। এর আগে ভিয়েতনামের কাছে ২-০ ও ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হারতে হয়েছিল। হ্যানয়ের ন্যাশনাল ইয়ুথ ফুটবল সেন্টার মাঠে প্রথমার্ধে অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে ছিল।
দলের হয়ে ১১ নম্বর জার্সিধারী সিয়েন্না ডেল একাই চার গোল করেন। ম্যাচ ঘড়ির ২ মিনিটে অস্ট্রেলিয়া গোল করে এগিয়ে যায়। ডান প্রান্তের ক্রসে সিয়েন্না বল জড়িয়ে দেন জালে। এরপর অস্ট্রেলিয়ার একজনের শট গোলকিপারের হাতে লেগে ক্রসবারের ওপরে লেগে প্রতিহত হয়। বিরতির আগে বাংলাদেশের সুরভী আখন্দের শট গোলকিপার তালুবন্দী করেন। বিরতির পর বাংলাদেশের কোনো প্রতিরোধ টিকেনি।
৫৬ মিনিটে অস্ট্রেলিয়া ব্যবধান দ্বিগুণ করে। কর্নার থেকে সিয়েন্না জাল কাঁপান। ৬১ মিনিটে তিনি বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক করেন। বল গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে। ৭৫ মিনিট ডেল জোরালো শটে দলকে চতুর্থ গোল উপহার দেন। বাকি সময়টুকু ৪-০ স্কোর লাইন ধরে রেখে মাঠ ছেড়েছে সকারুরা।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে