অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার জালে এক হালি গোল দিয়ে নিজেদের বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গত মঙ্গলবার রাতে আল জানুব স্ট্যাডিয়ামে ফরাসিরা জিতেছে ৪-১ গোলে। সকারুদের বিপক্ষে গোল উৎসব করে ফ্রান্স বুঝিয়ে দিল এবারের আসরেও তারা ফেভারিট। ম্যাচের শুরুটা অবশ্য বাজে ছিল ফ্রান্সের। নবম মিনিটে গুডউইনের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ২৭তম মিনিটে ম্যাচে সমতা আনেন আদ্রিয়ান র্যাবিওট। ৩২তম মিনিটে গোলের দেখা পান অলিভার জিরুদ, ফ্রান্স এগিয়ে যায় ২-১ গোলে। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে কাট ব্যাক করেন র্যাবিওট। বল আসে ডি বক্সের সেন্টারে থাকা জিরুদের কাছে। আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি জিরুদ। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৬৮ মিনিটে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন জিরুদ।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে