January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 26th, 2021, 7:00 pm

অস্ট্রেলিয়ার আবারও বেড়েছে করোনার সংক্রমণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৪ জনের। এর মধ্যে ৯৬১ জনই নিউ সাউথ ওয়েলসের। ভিক্টোরিয়া রাজ্যে করোনার সংক্রমণ আগের তুলনায় কমেছে। রাজ্যের গ্রেটার গিলং শহরে চলা লকডাউন শেষ হয়েছে শনিবার। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের বেশি বয়সীদের অর্ধেকই পেয়েছেন করোনার টিকার সম্পূর্ণ ডোজ। নিউ সাউথ ওয়েলসের ৫৯ শতাংশ প্রাপ্তবয়স্করা টিকার সম্পূর্ণ ডোজ পেয়েছেন। এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ৪৭ লাখ ৫৭ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়াল ২৩ কোটি ২২ লাখ। একদিনে বিশ্বে প্রাণ হারিয়েছে প্রায় ছয় হাজার মানুষ। শনাক্ত ৩ লাখ ৮০ হাজারের বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ৭৬৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৫৮ জন মারা গেছেন। এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮২২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৪১ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ৯৮ হাজার ৪১৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩ হাজার ৯৫ জনের। এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৪৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩৭ জন। অন্যদিকে একই সময়ের মধ্যে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।