নিজস্ব প্রতিবেদক:
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টিতে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে নিল টাইগাররা।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। বাঁহাতি বোলার নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং নৈপুণ্যে ১৯. ৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল। নাসুম ১০ রানে ও মুস্তাফিজ ১২ রানে চারটি করে উইকেট নেন।
জবাবে ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ। এরপর দলীয় ৩২ রানে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম আউট হলে স্বাগতিকরা চাপে পড়ে যায়। ৬৭ রানের মাথায় ওপেনার নাঈম (২৯) রান আউটে ফিরে গেলেও অধিনায়ক মাহমুদউল্লাহ (৪৩) আফিফকে (৬ ) নিয়ে ৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে।
এর আগে প্রথম দুই ম্যাচ বাংলাদেশ জয়লাভ করলেও তৃতীয় ম্যাচে ৫২ রানে কিউইরা সিরিজে প্রথম জয় পায়। আগামী ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩/১০
বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (রিয়াদ ৪৩*, নাঈম ২৯)।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন