December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 6:56 pm

অস্ট্রেলিয়া-আফগানিস্তান সিরিজ স্থগিত

অনলাইন ডেস্ক :

ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। আকস্মিকভাবে সিরিজটি স্থগিত করে দিয়েছে দুই দেশের বোর্ড! এমন সিদ্ধান্তের ফলে আইপিএলে খেলতে যেতে বাধা রইলো না অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। আর করোনা পরিস্থিতির আগে বিশ্বকাপটিও হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু করোনার প্রভাবে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় সব দিক বিবেচনা করতে হয়েছে দুই দেশের বোর্ডকে। বিশেষ করে কোয়ারেন্টিন ও সফর জটিলতার বিষয়টি ভাবিয়েছে বেশি। বিবৃতিতে দুই দেশের বোর্ড বলেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ায় কোয়ারেন্টিন ও সফর জটিলতার কথা মাথায় রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ এ সময় বিবৃতিতে আরও জানানো হয়, এখন তারা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে নিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা করতে যাচ্ছে, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। তাই আফগান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা খুঁজে দেখছে।’ এদিকে আইপিএলে খেলার অনুমতি দিতে অজিদের নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলে অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সংখ্যা বিশের মতোন। সেখানে প্যাট কামিন্স এবার খেলতে যেতে পারছেন না। প্রথম সন্তানের জন্ম আসন্ন হওয়ায় স্ত্রীর সঙ্গেই থাকবেন তিনি। এ ছাড়া কনুইয়ের ইনজুরি থেকে সেরে ওঠার ওপর স্টিভেন স্মিথের যোগ দেওয়া নির্ভর করছে। তিনি একই কারণে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরেও অংশ নিতে পারেননি। প্রসঙ্গত, ভারতে করোনার সংক্রমণে গত মে মাসে স্থগিত হয়ে যায় আইপিএল। বেশ কয়েকজন খেলোয়াড়সহ স্টাফও করোনা পজিটিভ হয়েছিলেন। এরপর বাকি ম্যাচগুলো ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। মরুর বুকে নতুন করে টুর্নামেন্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর।